প্রতিষ্ঠার পর থেকে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হুলক গিবন, উত্তর, মধ্য ও দক্ষিণ-পূর্বের হাতি, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্ব, উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলের ভাল্লুক এবং উত্তর-পূর্ব হাওর এবং উপকূলীয় অঞ্চলের পাখিসহ বিপন্ন প্রজাতি এবং তাদের ইকোসিস্টেমগুলি সুরক্ষার জন্য কাজ করে চলেছে ওয়াইল্ডটিম।
পৃথিবি ও মানবসভ্যাতার বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহের ক্ষেত্রে প্রকৃতির ভূমিকার উপর আলোকপাত করে দিবসটি প্রতিপাদ্য ‘প্রকৃতিকে বাঁচানোর এখনই সময়’ ঠিক করা হয়েছে।
করোনাভাইরাস মহামারির মধ্যেও বিভিন্ন সংস্থা এ বছর নতুন পদ্ধতিতে নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে।
বিশ্ব পরিবেশ দিবস বিশ্বব্যাপী সচেতনতা এবং পরিবেশ রক্ষার জন্য নেয়া পদক্ষেপকে উৎসাহিত করার জন্য জাতিসংঘ এ দিনটি পালন করে থাকে।
১৯৭৩ সালে প্রথম উদযাপনের পর থেকে এখন বিশ্বের ১০০টিরও বেশি দেশে বহুল স্বীকৃত এ দিবসটি পালিত হয়ে আসছে। পৃথিবী ও প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছরের ৫ জুন বিভিন্ন প্রতিপাদ্যের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।